চট্টগ্রামের চাঞ্চল্যকর গৃহবধূ সার্জিনা আক্তার হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকান্ডে জড়িত স্বামী হাসান আকন্দকে গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে পিবিআই মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসপি নাঈমা সুলতানা এ কথা জানান।
দুপুরে পিবিআই মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসপি নাঈমা সুলতানা জানান, ২০২২ সালের ৫ নভেম্বরে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আয়েশার মার গলি, খলিল হুজুরের বিল্ডিং ৫ম তলার পানির ট্যাংকির ভিতর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২০ বছর বয়সী সার্জিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন থেকে তার স্বামী মো. হাসান আকন্দ পলাতক ছিল। পরবর্তীতে সার্জিনার খালা স্মৃতি বেগম ইপিজেড থানায় এজাহার দায়ের করে।
এর পর ছায়া তদন্ত শুরু করে পিবিআই। এসপি নাঈমা সুলতানা জানান, ভিকটিমের স্বামী হাসান আকন্দ একজন রিকশা চালক ছিলেন। পারিবারিকভাবে বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সাথে সার্জিনা আক্তারের সম্পর্ক ভাল না থাকায় স্বামীর বাড়ি ছেড়ে আসেন এবং এক পর্যায়ে ইপিজেডে চাকুরী শুরু করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো এবং ঘটনার দিন ঝগড়া করা সময় স্বামীকে জুতা দিয়ে মারলে স্বামী ক্ষিপ্ত হয়ে ধাক্কা মেরে ওড়না দিয়ে পেচিয়ে হত্যা করে পানির টাংকিতে ফেলে সাত মাসের শিশু সন্তানকে খালার বাড়িতে রেখে আত্মগোপন করে।
পিবিআই মেট্রোর ছায়া তদন্ত টিম বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে হাসানের সাময়িক অবস্থান ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
পরে গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসারা দক্ষিণ লস্করপুর আবুল হোসেনের গরুর ফার্মে চাকুরীরত অবস্থায় স্বামী হাসান আকন্দকে গ্রেফতার করা হয়।
এমি/দীপ্ত