শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পুকুরে ডুবে নামে পল্লব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রমজানের পুকুরে এ ঘটনা ঘটে। পল্লব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল ৩টায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যায় শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে গেলে পা পিছলে তলিয়ে যায় পল্লব। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবের সহপাঠী সেলিম রেজা বলেন, ‘আমরা ধানের বীজতলা তৈরী করে পুকুরে যাই গোসল করতে। পল্লব সাতার না জনায় সিঁড়িতেই গোসল করতে থাকে। হঠাৎ আমরা লক্ষ্য করি পল্লব নেই। শুরুতে ভেবেছিলাম হলে চলে গেছে। কিন্তু পরে দেখি তার জুতা ও ফোন পুকুর পাড়েই। তখনই আমরা বুঝে যাই যে সে পুকুরে পড়ে গেছে। এরপর খোঁজা শুরু করি। পুকুরের গভীরতা থাকায় আমরা বাঁশ দিয়ে খুঁজতে থাকি। প্রায় ৫০ মিনিট পর পুকুরের তল থেকে উদ্ধার করি।