গোপালগঞ্জের ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি নামক এলাকায় বাস, প্রাইভেটকার ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ফেরত দেওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদের গ্রামের শুকুর আলী শেখের ছেলে রাজিব শেখ (২৬) এবং একই গ্রামের সাহেব আলী শেখ (৫৩)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মুহাম্মদ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মুকসুদপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে এই সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনার কারণে প্রাইভেটকার ও ইজিবাইক দুমড়ে মুছে যায় এবং বাসটি খাদে পড়ে যায়। এতে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার উভয়ের পাশে প্রায় পাঁচ কিলোমিটারের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলেও জানান হাইওয়ে থানার এই কর্মকর্তা।
সবুজ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ