ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে গানম্যান চেয়ে আবেদন করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে দ্বীপ উপজেলা হাতিয়া (নোয়াখালী-৬) চরাঞ্চল ও দুর্গম এলাকা হওয়ায় প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী প্রচারণার সময় জীবনহানির আশঙ্কা থেকে এই সশস্ত্র দেহরক্ষী বা গানম্যানের আবেদন করেছেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালীর ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের আবেদনের বিষয়ে তিনি বলেন, ‘নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান ও নোয়াখালী-৬ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যান চেয়েছেন। আমরা তাদের আবেদনগুলো পর্যালোচনা করছি। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’