গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে জয়ী হতে নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। তবে চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দ না হওয়ায় আনুষ্ঠানিক প্রচারে নামেননি তারা।
রবিবার (৩০ এপ্রিল) তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠীত হবে ২৫ মে। গাজীপুরসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মে–জুনে। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিলেও তিন জনের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন লড়াইয়ে আছেন ৯ জন।
সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জনের মধ্যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ২৭২ জনের। আর সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়া ৮২ জনের মধ্যে বৈধতা পেয়েছেন ৭৬ জন। জয়ী হলে গাজীপুর সিটির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রার্থী।
গাজীপুর সিটি ওয়ার্ড ৫৭ কাউন্সিলর প্রার্থী শেখ নজরুল ইসলাম বলেন, ‘মাদকের সাথে কখনো আপোস করিনি এবং অন্যায়ের সাথে আপোস করিনি, জীবনে একটি টাকা খাওয়া তো দূরের কথা আমার শরীরের সাথে কোনোদিনও অবৈধ একটাকা স্পর্শ করেনি।‘
ভোটাররা সেবা সহজীকরণসহ নগরের মান উন্নয়নে যিনি কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে আর প্রতীক বরাদ্দ হবে ৯ মে। এরপরই প্রচারে নামবেন প্রার্থীরা।
অনু/দীপ্ত সংবাদ