গাজীপুরে পৃথক স্থানে দুই যুবককে খুন করার ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে শ্রীপুরে এক পোশাক শ্রমিককে জবাই করে হত্যা করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে জেলার কালীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে শ্রীপুরে এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন— কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মোক্তারপুর মধ্যপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম শ্যামল (৩০)। অপরদিকে, শ্রীপুরে নিহত পোশাক শ্রমিকের নাম আবু সাঈদ (২৪)। সে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) এমদাদুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে মোক্তারপুর মধ্য পাড়া গ্রামে একটি খুনের ঘটনা ঘটেছে। ওই স্থান থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অনুষ্ঠানে আপ্যায়নের বিষয়ে বিতর্কের জেরে অতিথিদের মাঝে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা হয়। এসময় উপস্থিত জাহিদুল ইসলাম শ্যামল এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে বারোটায় শ্রীপুর থানার মাওনা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের এশিয়া কম্পোজিট কারখানা সংলগ্ন মেঘনা গেইটের সামনে এক পোশাক কারখানার শ্রমিককে জবাই হত্যা করার ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার উপ–পরিদর্শক (এসআই) রিগান মোল্লা জানান, ‘রাতে এক পোশাক শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে মেঘনা পোশাক কারখানার শ্রমিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’