ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা একটি ‘কিলিং ফিল্ড‘ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৮ এপ্রিল) নতুন করে ২৬ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।
গুতেরেস বলেন, ‘গাজার বেসামরিক জনগণ একটি অন্তহীন মৃত্যুর লুপে আটকে পড়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় দীর্ঘ এক মাস ধরে মানবিক সহায়তা কার্যত বন্ধ রয়েছে। ২৩ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য, চিকিৎসা ও জ্বালানি প্রবেশে বাধা সৃষ্টি করছে ইসরায়েল।‘
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনী গাজার গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো সিল করে দিচ্ছে, যার ফলে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মানবাধিকারের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।‘
এদিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী সহায়তা সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর অধীন ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। গুতেরেসের মতে, এসব পদক্ষেপ শিশুদের শিক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
তিনি দ্রুত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে এবং সংঘাত থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজার মানুষকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেরি মানেই আরও প্রাণহানি।‘
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন।
একই সময়ে, লেবাননের বালবেক ও বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি, ইয়েমেনের হোদেইদাহ শহরে মার্কিন বাহিনীর বোমাবর্ষণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।