যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান জরুরি ত্রাণ সরবরাহ আপাতত স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ ইস্যুতে একটি বিবৃতি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কখনও হামাসের কাছে কোনো ত্রাণসামগ্রী হস্তান্তর করব না। এমন কোনো পরিকল্পনাই আমাদের নেই। আইডিএফ ইসরায়েলের রাজনৈতিক সরকারের প্রতি অনুগত এবং সরকারি নেতৃত্বের নির্দেশনা অনুসারে যাবতীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করে। নেতৃত্ব থেকে নির্দেশনা পেলে এ ইস্যুতে আইডিএফ পরবর্তী পদক্ষেপ নেবে।”
এদিকে, ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমানে আন্তর্জাতিক আইন অনুসরণ করে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্ধারসহ যুদ্ধের অন্যান্য লক্ষ্য পূরণকে গুরুত্ব দিচ্ছে আইডিএফ। আপাতত এই ব্যাপারটিতেই আমরা মনযোগ দিচ্ছি।”
সম্প্রতি ইসরায়েল সংবাদমাধ্যম ইয়েনেত এক প্রতিবেদনে জানিয়েছিল, আগামী সপ্তাহ থেকে গাজায় ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে পদক্ষেপ নিচ্ছে আইডিএফ।
সোমবারের বিবৃতিতে এ তথ্য প্রত্যাখ্যান করে আইডিএফ বলেছে, ইয়েনেতের প্রতিবেদন ভিত্তিহীন এবং অসত্য।
এসএ