ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩০টি মরদেহ পাওয়া গেছে।
প্লাস্টিকের ব্যাগে এসব মরদেহ বাধা ছিল। ইসরায়েলি বাহিনী এ ঘটনা ঘটিয়েছে, এমন অভিযোগ করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে ফিলিস্তিন। এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫০ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছে।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ২৬ হাজার ৯৪৫ জনে পৌঁছেছে। এদিকে সুইডেনে রাজধানী স্টকহোমে ইসরায়েলের দূতাবাসের বাইরে পাওয়া একটি ‘বিপজ্জনক বস্তু‘ ধ্বংস করেছে পুলিশ।
আরও পড়ুন: গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজে
আল / দীপ্ত সংবাদ