গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদ আজ মঙ্গলবার(১২ ডিসেম্বর) বিশেষ অধিবেশন বসছে।
এতে যুদ্ধবিরতির দাবিতে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই অধিবেশন আহবান করেন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস।
সোমবার(১১ ডিসেম্বর) গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী–হামাস।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, অনাহারে থাকা মানুষের সংখ্যা বাড়তে থাকায় গোটা উপত্যকায় জনশৃঙ্খলা ভেঙে পড়ছে। এতে ফিলিস্তিনিদের মাঝে মিশরে চলে যাওয়ার শঙ্কা বাড়ছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ২০০ তে।
এসএ/দীপ্ত নিউজ