ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একের পর এক নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাব ব্যর্থ হয়েছে। এবার পরিস্থতি নিয়ন্ত্রণে ৩৭৭ ধারা প্রয়োগের কথা ভাবছে জাতিসংঘ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হলো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। বিশ্বে স্থায়ী শান্তির জন্য নিরাপত্তা পরিষদ যে কোনো বিষয়ে তদন্ত, সালিশ বিচার ও শাস্তিদান করতে পারে। এমনকি মানবাধিকার হরণ করা রাষ্ট্রের বিরুদ্ধে, শাস্তি হিসেবে অর্থনৈতিক বয়কটের সিদ্ধান্তও নিতে পারে নিরাপত্তা পরিষদ।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ নিয়েও বসে নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের বাধায় ভেস্তে যায়, গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির জন্য আনা রেজুলেশন। গাজায় চলমান সংঘাত ঘিরে আগেও নিরাপত্তা পরিষদে আনা চারটি প্রস্তাব ব্যর্থ হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন, মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
পরিষদের সদস্যদের নিন্দা জানিয়ে তিনি বলেন, ঐকমত্যের অভাবেই এমনটা হয়েছে। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও অভিমত ব্যক্ত করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এ অবস্থায় ১২ ডিসেম্বর সাধারণ পরিষদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মিসর ও মৌরিতানিয়া। আলোচনা চলছে সাধারণ পরিষদের ৩৭৭ নম্বর ধারা নিয়ে।
এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে, সাধারণ পরিষদের সদস্যরা একযোগে পদক্ষেপ নিতে পারবে। এ ধারার আওতায় শক্তি প্রয়োগের সুপারিশ করার ক্ষমতাও রয়েছে সাধারণ পরিষদের।
১৯৫১ সালে কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপটে, জাতিসংঘ সদস্যদের কাছে এমন সুপারিশ করেছিল সাধারণ পরিষদ।
এসএ/দীপ্ত নিউজ