গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এবার নিহত হয়েছেন সাংবাদিকসহ দুইজন। আহত হন আরও অন্তত সাত সাংবাদিক।
স্থানীয় সময় রবিবার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে তাঁবু লক্ষ করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হেলমি আল–ফাকাওয়ি নামের এক সাংবাদিক নিহত হন। পরে ইউসুফ নামের আরেকজন যুবকের মৃত্যু হয়। আহত সাত সাংবাদিকের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মীও রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে নারী–শিশুসহ আরও কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।