৮
যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়ে আরও অন্তত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে খান ইউনিস, মধ্য গাজা ও বেইত লাহিয়ায় এই হামলা চালানো হয়। এরমধ্যে খান ইউনুসে একই পরিবারের পাঁচজন নিহত হন। এ নিয়ে গাজায় মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৮২ জনে দাঁড়িয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
হাসপাতালে হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।