গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত হয়েছে ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। দীর্ঘ প্রতিক্ষার শেষে উদ্বোধন হতে যাচ্ছে ধর্মীয় এই প্রতিষ্ঠানগুলো।
সোমবার (১৭ এপ্রিল) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসনিা ভার্চুয়ালি গাইবান্ধার ৫টিসহ দেশের অন্যান্য জেলা–উপজেলায় মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করবেন।
ধর্মমন্ত্রণালয়ের সচিব এনামুল হাসান এনডিসির এক পত্রে এ তথ্য জানানো হয়। গাইবান্ধার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো হচ্ছে–গাইবান্ধা জেলা সদর, সাদুল্লাপুর উপজেলা, সদর উপজেলা, ফুলছড়ি উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মিত।
এসব মডেল মসজিদে একই সাথে সহস্রাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া ইমাম–মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা–কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান মিয়া জানান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি চালু হলে ধর্মপ্রাণ মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে ইসলামিক জ্ঞান ও মূল্যবোধের পরিচর্যা এবং সততা–ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করবে।
স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল ইসলাম বলেন, এখানকার মডেল মসজিদগুলো জন্য পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
এফএম/দীপ্ত সংবাদ