বাংলাদেশে গণমাধ্যম চাপে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি‘র) এক আলোচনায় এমনটাই বললেন বক্তারা। মুক্ত সাংবাদিকতা নিশ্চিতে, সব ধরনের গণমাধ্যমের জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন তারা।
প্যারিস–ভিত্তিক রিপোর্টার্স উইদআউট বর্ডার– আরএসএফের মূল্যায়ন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩। যা দক্ষিণ এশিয়ায় সবার নিচে।
আরএসএফ বলছে– গণমাধ্যমের পাঁচটি শ্রেণীর মধ্যে, বাংলাদেশের অবস্থান অতি সংকটজনক।
এমন পরিস্থিতিতে ”গণমাধ্যম, বাকস্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতা” শিরোনামে শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীতে আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ– টিআইবি।
এতে বক্তারা মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিচারহীনতার সংস্কৃতির কারণে বাক স্বাধীনতা খর্ব হয় বলে মনে করেন অন্য বক্তারা।
পরে, দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য, পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এসএ/দীপ্ত নিউজ