ক্যাকটাস চাষে সফলতা পেয়েছেন জামালপুরের তরুণ উদ্যোক্তা ফাহিম। তার ছাদ বাগানে আছে প্রায় ১০০ প্রজাতির ক্যাকটাস।
ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ, পানির চাহিদা কম থাকায় পরিচর্যাও তেমন লাগে না। আকারে ছোট হওয়ায় সহজেই যেকোন জায়গায় স্থানান্তর করা যায়। এই ক্যাকটাস চাষ কোরে সফলতা পেয়েছেন জামালপুরের ফাহিম। ২০১৯ সালে ৫০০ টাকা দিয়ে তিনি ক্যকটাস চাষ শুরু করেছিলেন। এখন তার ছাদ বাগানে আছে প্রায় ১০০ প্রজাতির ক্যাকটাস। যার মূল্য ৫০ টাকা থেকে ৫ হাজার টাকা।
শিশু থেকে বয়স্ক সবার জন্য উন্মুক্ত ফাহিমের ছাদ বাগান। দেখতে গিয়ে অনেকেই কিনছেন ক্যাকটাস। ক্যাকটাসের চারা উৎপাদনে ফাহিমকে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। তিনি জানান, লাভজনক হওয়ায় ক্যাকটাস চাষে উৎসাহী হচ্ছে তরুণ উদ্যোক্তারা।