রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান হয়েছে। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্যে থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভবনা বেশি।
ব্রিটিশ গণমাধ্যম বলছে, ‘আমরা কি এখন প্রথম কালো বা এশিয়ান পোপ দেখতে পাব? পরবর্তী সুপ্রিম পোন্টিফ হওয়ার দৌড়ে নাম এসেছে বেশ কয়েকজনের।’
কার্ডিনাল মার্ক ওয়েল
কার্ডিনাল মার্ক ওয়েলের বয়স ৭৯। ক্যানাডা থেকে এসেছেন। ভ্যাটিকান বিশপ অফিসের সাবেক প্রধান। তার অভিজ্ঞতা তাকে এই দৌড়ে সামনের সারিতে রাখবে। ধর্মতাত্ত্বিকভাবে রক্ষণশীল এবং একাধিক ভাষা জানার কারণে তিনি চার্চের রক্ষণশীল পরিসরে জনপ্রিয়।
কার্ডিনাল পিয়েত্রো পারোলিন
এই দৌড়ে আছেন কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। তার বয়স ৭০। তিনি ইতালির বাসিন্দা। ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট ছিলেন। ২০১৩ থেকে ফ্রান্সিসের সেক্রেটারি অফ স্টেট থাকা এই কার্ডিনাল পোপ হওয়ার অন্যতম দাবিদার। এতদিন তিনি ছিলেন পোপের পরে ভ্যাটিকানের দ্বিতীয় উচ্চতম আসনে। চার্চের বিভিন্ন উপদলের মধ্যে তিনি সেতু হিসেবে কাজ করেছেন। কম্যুনিস্ট–শাসিত চীনে বিশপ নির্বাচনে মত দেওয়ার কারণে রক্ষণশীলদের বিরাগভাজন হয়েছিলেন।
কার্ডিনাল পিটার টার্কসন
টার্কসন প্রথম আফ্রিকান পোপ হতে পারেন। ঘানায় ধর্মযাজকের কাজের সঙ্গে সঙ্গেই তিনি একজন কূটনৈতিক হিসেবে এবং ভ্যাটিকানের নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফ্রান্সিস তার উপর দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন।
কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গো
কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গোর বয়স ৬৫। তিনি কঙ্গোর মানুষ। কিনশাসার আর্চবিশপ। ধর্মযাজক মহলে তিনি আফ্রিকার উঠতি তারকা। রক্ষণশীল পাঠের সঙ্গে সামাজিক সুরক্ষাকে মেলান তিনি। আফ্রিকায় ক্রমবর্ধমান চার্চের ভিড়ে তিনি সামনের সারির মুখ। একই সঙ্গে সমকামী যুগলদের আশির্বাদ না করার পক্ষে সুর চড়িয়ে সারা পৃথিবীর নজর কেড়েছিলেন।
মাট্টেয় জুপ্পি
মাট্টেয় জুপ্পির বয়স ৬৯। তিনিও ইতালির বাসিন্দা। বোলোনার আর্চবিশপ। ফ্রান্সিসের সঙ্গে জুপ্পির আদর্শগত মিল আছে। তার সরল জীবন, গরিব এবং অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য তাকে ‘স্ট্রিট প্রিস্ট বা পথের ধর্মযাজক‘ বলা হয়।
জ্যঁ–মার্ক আভেলাইন
জ্যঁ–মার্ক আভেলাইনের বয়স ৬৬। তিনি ফ্রান্সের মানুষ। মার্সেইয়ের আর্চবিশপ। অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ফ্রান্সিসের সঙ্গে আভেলাইনে সমমনোভাবাপন্ন ছিলেন। নির্বাচিত হলে চতুর্দশ শতাব্দীর পর প্রথম ফরাসী পোপ নির্বাচিত হবেন।
কার্ডিনাল পিটার এর্ডো
কার্ডিনাল পিটার এর্ডোর বয়স ৭২। এস্টেরগম–বুদাপেস্টের আর্চবিশপ। এর্ডো ২০১৩–তেও পোপ পদপ্রার্থী ছিলেন। রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও ফ্রান্সিসের উদার দুনিয়ার সেতু হিসেবে কাজ করেছেন।
আল