নির্দিষ্ট স্থান না থাকায় কুয়াকাটা সুমদ্র সৈকতে যেখানে সেখানে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। এতে দূষিত হচ্ছে পরিবেশ । তাই পরিবেশের ভারসাম্য রক্ষায়, স্থায়ী শুটকি পল্লী নির্মাণের দাবি ব্যবসায়ী ও পরিবেশকর্মীদের।
কোন ধরনের কীটনাশক ছাড়া শুধু কাঁচা মাছে লবন মেখে, রোদে শুকিয়ে শুটকি তৈরি হচ্ছে। কুয়াকাটা সৈকতে পাওয়া যায় রূপচাঁদা,পোয়া, লইট্টা, চিংড়ি কোড়ালসহ অন্তত ৫০ প্রজাতির সুস্বাধু মাছের শুটকি। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলার পর্যটক ও ব্যবসায়ীরা সেখানে যান শুটকি কিনতে।
তবে নির্দিষ্ট শুটকি পল্লী না থাকায় মীরা বাড়ি কম্পিউটার সেন্টার ও লেম্বুর বনসহ সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি বাজার। ফলে মারত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের।
মেজবাহ মাননু সদস্য সচিব বলেছেন, নির্দিষ্ট কোন জায়গা না থাকায় বর্ষা মৌসুমে মাছ শুকানো যায় না। তাই স্থায়ী পল্লী গড়ে তোলার দাবি ব্যবসায়ীদের।
তবে স্থানীয় প্রশাসন জানিয়েছেন,স্থায়ী শুটকি পল্লী নির্মাণের লক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে ।
যূথী/দীপ্ত