রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি–ঘাগড়া সড়কের কুকিমারা আম বাগান এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম থ– ৭৪৯৯) আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান বড়ইছড়ি সিএনজি সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম। ক্ষতিগ্রস্থ সিএনজি চালকের নাম মো.আলম প্রকাশ রকি।
রকি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লিচুবাগান হতে ২ জন যাত্রী আমাকে বড়ইছড়ি বাজার যাবার জন্য ঠিক করে। তাদের নিয়ে বড়ইছড়ি বাজারে যাওয়ার সাথে সাথে আমাকে পিছন হতে অস্ত্রধরে সামনে যেতে বলে। তারপর আমি বড়ইছড়ি – ঘাগড়া সড়ক ধরে গাড়িটা চালাতে থাকি। এরপরে তারা আমাকে কুকিমারার আগে থামতে বলে। সেখানে আরোও ৩ জন ছিল। তারা আমার মোবাইল, টাকা কেড়ে নিয়ে রশি দিয়ে বেঁধে একটা পাহাড়ে নিয়ে যায়। তখন তারা নীচে নেমে এসে সিএনজি টা চালিয়ে নিয়ে যায়। পড়ে আমি পাহাড় হতে নেমে সড়কে একটা সিএনজিতে উঠি।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, আমরা সিএনজিতে আগুন দেওয়ার খবর পেয়ে যখন যাই তখন সিএনজিতে আগুন জ্বলছিল, আমরা গিয়ে নির্বাপনের ব্যবস্থা করি। যতটুকু শুনেছি এটা অস্ত্রধারী সন্ত্রাসীদের কাজ, আরও তদন্ত শেষে পুরো বিষয়টা জানা যাবে।
মিশু দে/ইমাম/দীপ্ত নিউজ