মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

কানাডার সড়কে ঝরল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় অন্টারিও প্রদেশের ৪২৭ দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

অন্টারিওর প্রাদেশিক পুলিশ এক টুইটে নিশ্চিত করেছে, নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক। তারা টরন্টোতে শিক্ষার্থী ভিসায় অবস্থান করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে চার আরোহী ছিলেন। এর মধ্যে তিনজন নিহত হলেও একজন এখনো বেঁচে আছেন।

কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কানাডার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, হতাহত চার শিক্ষার্থী হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত ও নিবিড় কুমার দে। নিবিড় বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।

পুলিশের পক্ষ থেকে আরও জানা গেছে, দুর্ঘটনার পর পরই ২০ বছর বয়সী এক যুবক ও এক যুবতী নিহত হন। এ ছাড়া আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ জানিয়েছে. নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকেপড়াদের উদ্ধার করা হয়।

সূত্র: সিবিসি নিউজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More