আজ বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ইংরেজি; ২৫ বৈশাখ, ১৪৩২ বাংলা। গ্রহ–নক্ষত্রের অবস্থান আজ বিভিন্ন রাশির জাতকদের জীবনে আসতে পারে নতুন সম্ভাবনা, আবার কাউকে থাকতে হবে সতর্ক। প্রেম, কর্মজীবন, অর্থ ও পারিবারিক ক্ষেত্রে আপনার দিনটি কেমন যাবে, জেনে নিন আপনার রাশিফল।
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল):
চাকরি বা ব্যবসায় মনোযোগ দিন। আজ নতুন সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে সাবধানতা জরুরি।
বৃষ (২০ এপ্রিল–২০ মে):
বাধা এলেও ধৈর্য ধরুন। জমিজমা সংক্রান্ত কোনও বিষয়ে ভালো খবর মিলতে পারে।
মিথুন (২১ মে–২০ জুন):
কর্মস্থলে মনোযোগ কমতে পারে। পারিবারিক ব্যয়ে নজর দিন।
কর্কট (২১ জুন–২২ জুলাই):
ঘনিষ্ঠজনদের সঙ্গে সুন্দর সময় কাটবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট):
পরিবারকে সময় দিন। সিদ্ধান্ত নেয়ার আগে কাউকে বিশ্বাস করতে দেরি করবেন না।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর):
কার্যক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। আয় বৃদ্ধি পেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর):
নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও চিন্তা করে পদক্ষেপ নিন। অর্থ আয় বাড়তে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর):
সতর্কভাবে চলাফেরা করুন, আঘাতের আশঙ্কা আছে। শিল্পীদের জন্য শুভ সময়।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর):
সহযোগিতামূলক কাজে সফলতা আসবে। পরিকল্পনা বাস্তবায়নের সময় এখন।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি):
ঋণ বা লেনদেনের বিষয়ে সচেতন থাকুন। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থ ও মানসিক স্থিতি বজায় থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
ঘনিষ্ঠজনদের আচরণে কষ্ট পেতে পারেন। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।