কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১৬ মে) রাতে কাতারের দোহা কেমব্রিজ স্কুল মাঠে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর প্রতিযোগিতা।
বাংলাদেশের চারটি নদীর নামে গঠিত দল—পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা—এই টুর্নামেন্টে অংশ নেয়। সবগুলো দলেই ছিলেন কাতার প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।
প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাসের সরাসরি ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচটি হয় মেঘনা ও পদ্মা দলের মধ্যে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩–২ গোলে পদ্মাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেঘনা দল।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। একই সঙ্গে অন্য দলগুলোর সেরা পারফরমারদেরও পুরস্কৃত করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, “প্রবাসীদের মানসিক সুস্থতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে বাংলাদেশ দূতাবাস সবসময় এমন আয়োজনে উৎসাহ দিয়ে যাবে।”
খেলোয়াড়রা বলেন, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন তাদের মাঝে নতুন প্রাণশক্তি ও আনন্দ নিয়ে আসে। তারা বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আল/পলাশ