দেশের শতকরা ৯৫ ভাগ রোগীর শরীরে প্রথম ও দ্বিতীয় ধাপের অ্যান্টিবায়োটিক কাজ করছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
আর এটি ঘটছে এই ওধুষের নির্বিচার প্রয়োগের কারণে। তাই, ভবিষ্যতে সাধারণ জ্বর, সর্দি, কাশির মতো রোগেও মারা যেতে পারে মানুষ, এমনই শঙ্কা বিশেষজ্ঞদের।
মানব শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে এন্টিবায়োটিক।পাশাপাশি ব্যাকটেরিয়া মেরে ফেলা এবং এর বৃদ্ধি কঠিন করে তোলে এই ওষুধ। এটি সেবন করেনি, এমন মানুষ পাওয়া কঠিন।
কিন্তু নিয়ন্ত্রণহীন ও যেনতেনভাবে সেবনের কারণে, অতি প্রয়োজনীয় এই ওষুধ অনেকক্ষেত্রে কার্যকর হচ্ছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মাইক্রোবায়োলজি ও ইমিউেনোলজি বিভাগের অধীন চিকিৎসা নেওয়া ৭২ হাজারের বেশি রোগীর নানা ধরণের নমুনা পরীক্ষা করা হয়। এতে উঠে আসে এমন আশঙ্কাজনক চিত্র।
এই অবস্থা থেকে উত্তরণে, ব্যবস্থাপত্র অনুযায়ী নির্দিষ্ট মাত্রার এন্টিবায়োটিক সেবনের পাশাপাশি, চিকিৎসককে এই ওষুধ লেখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
এসএ/দীপ্ত নিউজ