কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ডাকাত দলের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম বায়াতুল্লাহ খুলু।
সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে।
র্যাব–১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র্যাব।
এসময় ডাকাতেরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। ডাকাতের গুলিতে কৃষক বায়তুল্লাহ খুলু নিহত হন। অভিযানে র্যাব ডাকাত দল শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক এবং তাদের জিম্মিদশা থেকে ক্ষুদ্র ঋণ কর্মী মাসুদকে উদ্ধার করেছে।
আল/ দীপ্ত সংবাদ