শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি জয়ের ভিত গড়ে দেন। মাত্র ৭ ওভার ৩ বলে স্কোরবোর্ডে ৭৩ রান যোগ করেন তারা।
২৩ বলে ৩৭ রান করে বার্লবির্নি ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তোলে নিয়েছেন আরেক ওপেনার স্টার্লিং। শেষ পর্যন্ত ১৭ অভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।পল স্টার্লিং ৪৮ বলে ৬৬ ও লোরকান টাকার ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করলেও আইরিশদের গ্রুপ এখনও নিশ্চিত নয়। পরের স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচের ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের চাপে পড়েছিল অধিনায়ক নিকোলাস পুরানের দল। ফলে এক ব্রেন্ডন কিং একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ এগিয়ে নেন।
আল\দীপ্ত