যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কনট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়ায় দেশটির সব এয়ারলাইন্সের ফ্লাইট সীমিত করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার( ২৮ আগস্ট) যুক্তরাজ্যের জাতীয় এয়ার ট্রাফিক কনট্রোলার এনএটিএস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এয়ার ট্রাফিক কনট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে বিভিন্ন বিমানবন্দরে থাকা প্লেনগুলোকে উড়ার অনুমতি দেয়া হচ্ছে না। এছাড়াও আকাশে থাকা প্লেনগুলো ইউরোপের অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হচ্ছে।
ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। যেটি ফ্লাইট অবতরণ এবং উড্ডয়নের হার কমাতে বাধ্য করছে। সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
ত্রুটি খুঁজে সংশোধন করার চেষ্টা করছেন প্রকৌশলীরা। তবে সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
নিরাপত্তা বজায় রাখতে বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে এনএটিএস।
এসএ/দীপ্ত নিউজ