চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি এনামুল হক এনামকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে র্যাব-৭ এসব তথ্য জানান।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হক এনামকে সোমবার রাতে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনজিও কর্মী চম্পা চাকমাকে হত্যার কথা এনাম স্বীকার করেছে বলে জানান র্যাব কর্মকর্তা ।
গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে এক সহকর্মী সহ বের হয়েছিলেন এনজিও কর্মী চম্পা চাকমা। এসময় পথে দাঁড়িয়ে থাকা ঘাতক এনাম ওই এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে চম্পার সাথে বাগবিতণ্ডার জড়ায়। একপর্যায়ে সহকর্মী ও জনতার সামনে প্রকাশ্যে চম্পা চাকমা কে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় ঘাতক এনাম।
এমি/দীপ্ত