নতুন করে চরমে উঠেছে ভারত ও পাকিস্তান মধ্যেকার উত্তেজনা। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) প্রথম প্রহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ‘লজ্জাজনক’ বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তানে বুধবার প্রথম প্রহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা মাত্র খবরটি শুনলাম, ঠিক ওভাল অফিসে ঢোকার সময়।’
ট্রাম্প বলেন, আমি মনে করছি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে। আমি শুধু চাই এটা খুব তাড়াতাড়ি শেষ হোক।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আশা করছি যে, পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ “খুব দ্রুত” শেষ হবে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয়। এমন চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত। নয়াদিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।
এসএ