বাংলাদেশে সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক এক্রেডিটেড প্রথম ও একমাত্র সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এর অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি ‘১ম এজাইল সাইবার ড্রিল–২০২৫’ শিরোনামে দিনব্যাপী সাইবার ড্রিল আয়োজন করা হবে। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রেস কনফারেন্সে ড্রিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ড্রিলটির উদ্দেশ্য হলো কর্পোরেট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার আক্রমণ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করা। এই ড্রিলের মূল আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে মাসব্যাপী সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান করা হবে।
ড্রিলটির কারিগরি সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ও অন্যান্য সরকারি সংস্থাগুলো। বিসিএসের অধিভুক্ত ১৫০ জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কারিগরি সহায়তা প্রদান করবেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি দিনব্যাপী সিটিএফ (ক্যাপচার দ্য ফ্ল্যাগ) অনলাইন সাইবার ড্রিল। ৯ মার্চ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার ও সম্মাননা প্রদান। ১০ মার্চ থেকে মাসব্যাপী সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান।
প্রেস কনফারেন্সে ‘১ম এজাইল সাইবার ড্রিল–২০২৫’–এর কো–অর্ডিনেটর ইঞ্জিনিয়ার জাকির হাসান বলেন, ‘বাংলাদেশে সাইবার নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়ছে। আমাদের লক্ষ্য হলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাইবার আক্রমণ প্রতিরোধে সক্ষম করে তোলা।‘
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ডের প্রতিনিধি, বিসিএসের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।