সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে স্বামী–স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানসহ মোট তিনজনকে জবাই করে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা। স্থানীয়দের ধারণা আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ছয়তলা বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়৷
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা হলেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়া ও গাজীপুরের চন্দ্রায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দূর্গন্ধ ভেসে আসায় আশেপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজায় ঠেলা দিয়ে দেখতে পায় ফ্ল্যাটের দরজা খোলা। পরে ঘরের বিছানার উপর মা ও ছেলের রক্ত মাখা মরদেহ দেখতে পায় তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘর থেকে হাত পা বাধা অবস্থায় স্বামী মোক্তার হোসেনের মরদেহ খুঁজে পায়।
ঘটনার পর পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ র্যাব–৪ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, হত্যাকান্ডের ঘটনাটি শুনে র্যাবের পাশাপাশি আমাদের পুলিশের সিআইডি, ডিবি পুলিশ এখানে এসে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি পুর্ব পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।
শায়লা/দীপ্ত নিউজ