ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই দেশ জনগণের। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (৯ মে) বিকালে রাজধানী খামারবাড়ি বার্ক অডিটরিয়ামে আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘সংস্কারের নামে সরকার শুধু সময়ক্ষেপণ করছে না, বরং এই সুযোগে সৈরাচারদের দেশত্যাগে পরোক্ষভাবে সহযোগিতা করছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘নানা ইস্যু তৈরি করে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতি ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বয়ে আনতে পারে।’
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে গণতান্ত্রিক পথ রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে যেন কোনো ষড়যন্ত্র দেশকে গণতন্ত্র থেকে বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীনের পর থেকে সেই প্রতিচ্ছবি আওয়ামী লীগের আমলে দেখা যায়নি। আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। তাই সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই।
তারেক রহমান বলেন, ৫ আগস্ট যেভাবে হাসিনা পালিয়ে গেছেন সেভাবেই পালিয়ে গেছেন আবদুল হামিদ। অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না! তাহলে তারা জানেন কী?
এসএ