সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫

উন্নত প্রযুক্তির ‘কাওসার’ স্যাটেলাইট উন্মোচন করল ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরান উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থা প্রধান হাসান সালারিয়েহ উপস্থিতিতে উন্নত প্রযুক্তির ‘কাওসার১’ স্যাটেলাইট উন্মোচন করেছে তেহরান।

শনিবার (৩০ আগস্ট) এটি সফলভাবে উন্মোচন করা হয়েছে।

সালারিয়েহ জোর দিয়ে বলেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ। আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।

তিনি বলেন, দ্বিতীয় সংস্করণে ইমেজিং এবং টেলিযোগাযোগ পেলোডগুলোর পাশাপাশি ডেটা ম্যানেজমেন্ট কোড এবং অ্যালগরিদমের আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে যা প্রথম মিশন থেকে প্রাপ্ত অগ্রগতির প্রতিফলিত রূপ।

মহাকাশ সংস্থার প্রধান বলেন, ইরান ১০ বছরের রোডম্যাপ এবং সপ্তম উন্নয়ন পরিকল্পনার অধীনে, বেসরকারি খাতের অংশগ্রহণে একাধিক উপগ্রহ তৈরি এবং উৎক্ষেপণ করা হবে। মহাকাশ শিল্পে বেসরকারি খাতের কার্যকলাপ সম্প্রসারণের জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, মহাকাশ প্রযুক্তিতে বেসরকারি খাতের অংশগ্রহণ স্বভাবতই উচ্চ ঝুঁকিপূর্ণ এবং কেবলমাত্র সীমিত সংখ্যক কোম্পানিরই এই কাজে অংশগ্রহণ করার ক্ষমতা রয়েছে। যার মধ্যে ওমিদফাজা কোম্পানি অন্যতম। এই প্রতিষ্ঠান চ্যালেঞ্জটি গ্রহণ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে কাওসার১ এবং হোদোদ উপগ্রহগুলো সয়ুজ লঞ্চার ব্যবহার করে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল। এক বছরেরও কম সময়ের মধ্যে আপগ্রেড করা কাওসারএর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। কাওসারএর আপগ্রেড ভার্সনের ওজন ৫০ কিলোগ্রাম এবং এটি ৫০০ কিলোমিটার সূর্যসমকালীন কক্ষপথে স্থাপন করা হবে।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More