আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে সামরিক সহায়তা দেয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় বুধবার রাশিয়ায় দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় গুরুত্ব পায় সমরাস্ত্র, ইউক্রেন যুদ্ধ ও উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, মহাকাশযানের বিষয়ে খুঁটিনাটি বিষয় জানতে চান কিম। সেখানে দুই নেতার মধ্যে এবং মন্ত্রী পর্যায়ে কয়েক ঘণ্টা বৈঠক হয়। দুই নেতা একসঙ্গে দুপুরের খাবার খান।
এ ছাড়া রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক এবং পুতিনের সুস্বাস্থ্য কামনা করেন কিম। কিমের রাশিয়া সফর নিয়ে প্রথম থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পশ্চিমা বিশ্ব।
এসএ/দীপ্ত নিউজ