ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে (১৬–২৯ এপ্রিল) দেশে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৩৩ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
তবে আরেক বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে এই সময়ে (১৫–২৯ এপ্রিল) নিহতের সংখ্যা ৩২৮, যা গত বছরের তুলনায় ২১ ভাগ কম।
মঙ্গলবার (২ মে) দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়– মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৩ জন; বাস যাত্রী ৯ জন; ট্রাক–পিকআপ–ট্রলি আরোহী ১৫ জন; প্রাইভেটকার আরোহী ২ জন; থ্রি–হুইলার যাত্রী (ইজিবাইক–সিএনজি–অটোরিকশা–অটোভ্যান–লেগুনা) ৫১ জন; স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন–চাঁন্দের গাড়ি– টমটম–লাটাহাম্বা) ১০ জন এবং প্যাডেল রিকশা–রিকশাভ্যান–বাইসাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৬.৬৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৪.৫৮ শতাংশ আঞ্চলিক সড়কে, ১৭.৯১ শতাংশ গ্রামীণ সড়কে এবং ১০.৮৩ শতাংশ শহরের সড়কে সংঘটিত হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ