বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) জন্য বরাদ্দকৃত ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে আওয়ামী লীগ নামের পাশে ‘নৌকা প্রতীক‘ ওয়েবসাইটে আর দেখা যায়নি। যা মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্তও দেখা গিয়েছে।
ইসি সচিবালয় সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।’
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ইসি সমালোচনা করে বলেন, ‘অভিশপ্ত ‘‘নৌকা’’ মার্কা আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছিলেন, ‘প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।’
উল্লেখ্য, বর্তমানে ইসি তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। জানা গেছে, নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা বেড়ে ১১৫টি হবে, যেখানে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও অন্তর্ভুক্ত থাকবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে ২০২৫ সালের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে।
এসএ