সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ৬ সাংবাদিক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলের বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ছয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যমবিষয়ক পর্যবেক্ষক সংস্থা এমএডিএ, ফিলিস্তিনি প্রেস সিন্ডিকেট এই তথ্য জানিয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সকালের দিকে আলজাজিরার প্রতিবেদনে গাজা উপত্যকার বুরেইজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় দুই সাংবাদিকের প্রাণহানির তথ্য জানানো হয়। নিহত দুই সাংবাদিকই কুদস নিউজে কর্মরত ছিলেন। তারা হলেন সাংবাদিক সারি মনসুর ও হাসুনেহ সেলিম।

ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিকরা হলেন, মুস্তফা আলসাওয়াফ, আলোকচিত্রী মুসাব আশৌর, আলআকসা টেলিভিশনের প্রকৌশলী আমর আবু হায়া, আলআকসা টেলিভিশনের প্রশাসক আব্দু আলহালিম আওয়াদ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More