অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ২জন ত্রাণপ্রার্থী‘সহ অন্তত আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল–জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার গাজা উত্তরাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মেডিকেল সূত্র।
এদিকে, দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র–সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত রাফা উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে ২ নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ দিকে জিএইচএফ–এর কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ পেতে গিয়ে অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি মারা গেছেন।
অন্যদিকে, ইসরায়েল সামরিক বাহিনী গাজা উত্তরাঞ্চলের ১৬টি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে।
আল জাজিরার সাংবাদিক মোয়াত আল–কাহলুত বলেন, ‘মানুষ গাড়ি ও গাধা ব্যবহার করে এলাকা ছাড়ছে। কেউ জানে না কোথায় যাবে। পরিবহনের জন্যও তাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ জ্বালানি তেলের অভাবে অন্যত্র যাওয়া কঠিন। পরিস্থিতি ভয়াবহ, সবাই আতঙ্কে আছেন।’
এসএ