ইসরায়েল যখন গাজার নিয়ন্ত্রণে নিতে মরিয়া ঠিক সেই সময় তাদের হুঁশিয়ারি করলেন ইসরায়েলের মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের গাজা দখল চেষ্টাকে ‘বড় ভুল’ বলেও দাবি করেন তিনি।
মার্কিন গণমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিট’– প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের গাজায় হামলা চালানোর পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, আমি মনে করি এটা একটা বড় ভুল। দেখুন, আমার মতে হামাস সমস্ত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করছে না। তাই আমি এটাও মনে করি যে, ইসরায়েল যদি ফের গাজা দখল করার চেষ্টা করে, তবে সেটা ভুল কাজ হবে।
তবে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেন বাইডেন।
ভূমধ্যসাগর তীরবর্তী গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে খাদ্য, জ্বালানি এবং সুপেয় পানি সরবরাহ বন্ধ থাকায় উদ্বেগও প্রকাশ করেন বাইডেন। সেখানকার বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করার আহ্বান জানিয়ে এসব প্রয়োজনীয় জিনিসি সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা পথ থাকাও জরুরি।
হোয়াইট হাউস বলছে, শিগগিরই ইসারায়েলের পক্ষে অবস্থানের জানান দিতে দেশটিতে সফরে যাবেন জো বাইডেন। যদিও এখনো এই সফরের সূচি প্রকাশ করা হয়নি। এমন সময়ে হামাস–ইসারায়েল চলতি সংঘাতের বিষয়ে এই প্রথম ইসরায়েলি কোনো পদক্ষেপের প্রকাশ্য বিরোধিতা করলো আমেরিকা।
এর আগে রবিবার স্থল অভিযানের হুমকি দিয়ে গাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেয় ইসরায়েলী সেনারা। রবিবার বিকেল সাড়ে ৩টায় সেই সময় শেষ হয়েছে। নির্ধারিত সময় শেষ হলেই তারা গাজা ভূখণ্ডে সর্বাত্মক হামলা শুরু করবে বলে জানিয়েছিল ইসারায়েলি সেনারা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ