ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু‘কে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীর দখল করতে অনুমতি দেবেন না বলে কড়া অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, “জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু‘র ভাষণ দেওয়ার ঠিক একদিন আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না… এটা কোনোভাবেই ঘটবে না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে।”
বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার ট্রাম্প আরও জানান, গাজা নিয়ে সমঝোতা “প্রায় কাছাকাছি”।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, পশ্চিমা বিভিন্ন দেশ একের পর এক আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে ইসরায়েল। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে।
যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে ‘নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।’
এসএ