ইরানে হয়ে গেল ব্যতিক্রমী এক ইফতার আয়োজন। ২৭০ মিটার লম্বা টেবিলে ইফতারে অংশ নেন ২ হাজারের বেশি মানুষ। বুধবার (৫ এপ্রিল) ও বৃহস্পতিবার (৬ এপ্রিল) তেহরানের আব্বাস আবাদ এলাকায় তাবিয়াত ব্রিজে এই ইফতারের আয়োজন করা হয়।
যেখানে ইফতার করেন দুই হাজারেরও বেশি মানুষ। আর এই টেবিলটির দৈর্ঘ্য ২৭০ মিটার। দীর্ঘ এই টেবিলে ইফতার আয়োজন করেছে তেহরান মিউনিসিপ্যালিটি।
বিশেষ এই আয়োজনে শিশু–কিশোর থেকে শুরু করে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। কারও পোশাকে আভিজাত্যের ছাপ, কারও দারিদ্র্যের। তবে সকল জড়তা কাটিয়ে সবাই বসেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে।
ইরান তেহরানের বাসিন্দা নাসেরিপৌর বলেন, ‘এই ইফতার টেবিলে আমরা ধর্ম নিয়ে আলোচনা করি। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি।‘
ইরান তেহরানের আরেক বাসিন্দা শিরাজি বলেন, ‘সবার সুস্থতা কামনা করছি। সবাই একসাথে দোয়া করলে সৃষ্টিকর্তা অবশ্যই শুনবেন।‘
আব্বাস আবাদ ট্যুরিজম জোনের সহকারী পরিচালক নাভিদ বারাকচিয়ান বলেন, ‘আমরা এই মানুষদেরকে একত্রিত করতে পেরেছি, এটিই আনন্দের, সম্মানের। এতে শুধু ব্যক্তিজীবন নয়, আমাদের সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।‘
এই ধরনের ইফতারের মাধ্যমে রোজাদারদের মধ্যে সহমর্মিতা গড়ে ওঠে বলেও আশা সংশ্লিষ্টদের।
আফ/দীপ্ত সংবাদ