বার্সা বা সৌদি নয় নানা গুঞ্জন আর জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বুধবার (৭ জুন) গভীর রাতে দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে নিজেই একথা জানান আর্জেন্টাইন তারকা। স্পেনের দুটি ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে, মেসি জানান, দু‘বছর আগে বার্সেলোনায় থেকে যাওয়ার স্বপ্নের পরও ক্লাব থেকে যে ধোঁকা পেয়েছেন, আবারো সেই একই পরিস্থিতিতে না পড়তেই, আগেভাগে, নিজের সিদ্ধান্ত নিয়েছেন।
বার্সাকেও আর্থিক জটিলতায় ফেলতে চাননি। সেই সাথে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে পরিবারের সাথে বেশি সময় কাটানোর ইচ্ছে থেকেই মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। তাই বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি হননি মেসি। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি মিয়ামিতে মেসি একটি বাড়ির মালিক, যা তিনি ভাড়া দিয়ে রেখেছেন।
পিএসজি ছেড়ে দেওয়ার ঘোষণার পর মেসির সম্ভাব্য দল নিয়ে নানামুখী জল্পনা ছিল। শোনা যাচ্ছিল বার্সেলোনায় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বিশ্বকাপ জয়ী তারকার। আবার সৌদি ক্লাব আল হিলালের কথাও শোনা যাচ্ছিল। কিন্তু জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মত ইউরোপের বাইরের কোনও ক্লাবে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।
আল/দীপ্ত সংবাদ