সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। আজ (বুধবার) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে আইরিশরা।
দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, টি-টোয়েন্টিতেই মুখোমুখি হয়েছে এক বার। সেই ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সেই বৃষ্টি আজও বাগড়া দিয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে। তবে সেই বৃষ্টি থেমে গেছে একটু পরেই। খেলা যখন শুরু হয়েছে, কমানো হয়নি একটি ওভারও। টস হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরুটা দারুণ করলেও ইংল্যান্ড ম্যাচে ফিরেছে দারুণভাবে।
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রানে ফেরেন ওপেনার পল স্টার্লিং। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবার্নির সঙ্গে ৮২ রানের জুটি গড়েন লরকান টাকার। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৪ রান করেন টাকার। এরপর ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হ্যারি টেক্টর। দলীয় ১৩২ রানে চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন বালবার্নি। মাঠ ছাড়ার আগে ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। এছাড়া কার্টিস ক্যাম্ফার ১৮, গ্যারেথ ডেলানি ১২* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক মেরেছেন তিনজন।
ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন।