বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জাও দিল বাংলার টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানের জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থেমেছে ১৪২ রানে।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সল্টকে শূন্য রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম উইকেট।
পরে মালান-বাটলারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। দ্বিতীয় উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চাশ রানের জুটিতে দলকে জয়ের পথেই রাখেন এই ওপেনার। এরপর ৫৩ রান করা মালান, মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার পরের বলেই রান আউটে কাটা পড়েন বাটলার। ইংলিশ অধিনায়ক সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪০ রান।
একই ওভারে দুই সেট ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। বিপরীতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ইংল্যান্ড।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে ইংল্যান্ড।
আল/দীপ্ত