ফিলিস্তিনের উত্তর গাজার আল–শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েল সেনাবাহিনী।
বুধবার (১৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্য এবং অপারেশনাল প্রয়োজনীয়তার ভিত্তিতে আল–শিফা হাসপাতালের বেশকিছু অংশে তারা হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং টার্গেটেড অভিযান চালাচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল–শিফা ঘিরে রাখে ইসরায়েলি সেনারা।
এদিকে, আল–শিফা হাসপাতালের ভেতরে ১৭৯ জনকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন চিকিৎসক। এরপরও ডজন খানেক মরদেহ পড়ে রয়েছে। এসব দাফনের আর জায়গা নেই।বাধ্য হয়ে এবার মরদেহ রাখতে হচ্ছে হাসপাতালের উঠানে। সেখানে কুকুর সেসব খাচ্ছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।
ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার জানিয়েছেন, ‘হাসপাতালের আশপাশে মৃতদেহ আছে। সেগুলো নজরদারি করা যাচ্ছে না। কবর দেওয়া যাচ্ছে না। এমনকি কোনো মর্গেও নেওয়া যাচ্ছে না।’
ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার মধ্যেই গাজায় মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এ বৃষ্টিতে উপত্যকার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা।
ইসরায়েলের চলমান হামলায় গাজায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ