২৮
আলুর দামে গরম রাজধানীর কাঁচাবাজার। নতুন আলু উঠলেও দাম এখনও ৬০ টাকার ওপরে। তবে শীতের সবজিতে কিছুটা স্বস্তি এসেছে।
কিন্তু বাজার ভেদে দামের তারতম্য নিয়ে বেশি ক্ষুব্ধ ক্রেতারা।
ভরা মৌসুম চললেও রাজধানীর কারওয়ান বাজারে মান ভেদে নতুন আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
পেঁয়াজের দামের ঝাঁঝ রয়েই গেছে। দেশি পেঁয়াজের দর ৮০ থেকে ৯০ টাকা।
বাজারে শীতের সবজিতে সয়লাব। ফুলকপি, বাধাকপি, সিম কিংবা টমেটো। দাম মোটামুটি স্থিতীশীল।
মাছের দাম নিয়ে ক্রেতা–বিক্রেতার রয়েছে ভিন্ন মত।
এছাড়া চাল, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা।
এসএ/দীপ্ত নিউজ