যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে চুক্তি অনুযায়ী কারাগারে বন্দি আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ।
শনিবার ( ২৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৯ ফিলিস্তিনি নাগরিকের মধ্যে ২৪ জন নারী ও ১৫ জন তরুণ রয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে প্রায় দুই ঘণ্টা আগে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এসব জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারি এক এক্স পোস্টে লিখেছেন, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের কাছে ১৩ জন ইসরাইলি ও চারজন বিদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
তবে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এসে বন্দিদের মুক্তি দিতে বিলম্ব করেছে হামাস। শনিবার (২৫ নভেম্বর) লেবাননের বেইরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতির শর্ত পূরণ করছে না। যার কারণে তারাও বন্দিদের মুক্তি দিতে দেরি করছে।‘
তিনি আরও বলেন, শুক্রবার থেকে এ পর্যন্ত গাজায় ৩৪০ টি ত্রাণবাহী ট্রাক পাঠানো হয়েছে। যার মধ্যে মাত্র ৬৫টি উত্তর গাজায় প্রবেশ করতে পেরেছে।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চারদিনে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
এসএ/দীপ্ত নিউজ