১৬
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ছয়টায় দুবাই এর আল বরাহ ঈদ গাঁ ময়দানে লাখ মুসল্লিদের উপস্থিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা কোলাকুলির মধ্যেদিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নানা দেশের নানা মানুষের মাঝে ঈদ করতে পেরে অনেকে আনন্দ প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতে‘র রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঈদুল ফিতর উপলক্ষে আরব ও ইসলামী দেশগুলোর রাজা, আমির এবং রাষ্ট্রপতিদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।