আবারও পারমাণবিক শক্তিচালিত ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (৮ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া এ ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালাল। নতুন এ সাবমেরিনটির নাম দেয়া হয়েছে হায়েল–২। কোরিয়ান ভাষায় হায়েল অর্থ হলো সুনামি। মানুষবিহীন এ সাবমেরিনটি বিভিন্ন ধরনে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম।
এর আগে, দেশটি হায়েল–১ নামে আরও একটি ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া ওয়াশিংটন এবং সিউলের বিরুদ্ধে তার বৈচিত্র্যময় পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সক্ষমতা প্রদর্শন করছে। যদিও তারা সন্দিহান যে, সাবমেরিনটি এখনই যুদ্ধক্ষেত্রে নামার জন্য প্রস্তুত কিনা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত ৪ এপ্রিল থেকে শুরু করে ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ড্রোন সাবমেরিনটির পরীক্ষা চালানো হয়েছে। এই সময়ের মধ্যে সাবমেরিনটি মোট ৭১ ঘণ্টা পানির নিচে কাটিয়েছে। এ সময়ে পানির নিচে সাবমেরিনটি মোট ১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
এফএম/দীপ্ত সংবাদ