পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর বেড়িবাঁধ ফের ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ আন্ধারমানিক নদী থেকে বালু তোলার ফলে এমন অবস্থা হয়েছে। তাদের দাবি দ্রুত বালু তোলা বন্ধ করতে হবে ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতি বর্ষা মৌসুমে আন্ধারমানিক নদীর পানিতে তলিয়ে যায় পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর, পুরান মহিপুর, ইউসুফপুর, সুধীরপুর ও কমরপুর গ্রাম। অনাবাদি হয়ে পড়ে শত শত একর ফসলি জমি।
এর আগে ২০২১ সালে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে বেড়িবাঁধ মেরামত করা হয়। এক বছরের মাথায় আবার দেখা দিয়েছে নদীভাঙন।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে আন্ধারমানিক নদী থেকে বালু তোলার কারণে ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। ভাঙনরোধে নদীর চর থেকে বালু কাটা বন্ধের দাবি তাদের ।
এলাকাবাসী বলছেন, বালু কাটার কারণে নদী ভাঙ্গন হচ্ছে ফলে তাদের ফসল নষ্ট হচ্ছে। এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, যেখানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, বালুকাটা বন্ধে উপজেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। ভাঙনরোধে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।
এফএম/দীপ্ত সংবাদ