চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল।
ইংল্যান্ডের পর গ্রেট ব্রিটেনের আরেকটি দেশ আয়ারল্যান্ডকেও টি–টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। অবিশ্বাস্য কিছু না ঘটলে আছে শতভাগ সম্ভাবনা। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশ দল বিশ্রামে কাটালেও অনুশীলন করেছে আইরিশরা। টি–টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে তারা।
এদিকে, ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে হারের পর, এবার টেস্ট ম্যাচে জয় দিয়ে অন্তত একটি ফরম্যাটে সাফল্য চাইছে সফরকারীরা। এরইমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন টেস্ট স্কোয়াডের খেলোয়াড়রা।
আজ জিতে গেলে নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা ছয় জয়ের স্বাদ পাবে টাইগাররা। সেই সাথে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দুর্দান্ত এক রেকর্ডের সাক্ষী হতেও পারে বাংলাদেশ।
অনু/দীপ্ত সংবাদ